ওহে মহান আরশের অধিপতি, আমায় তৌফিক দাও,আমি সবুজ মিনারের সন্নিকটে মিশে যাই;
আমি কি তোমাকে মদিনার গল্প শোনাবো না? আমি কি তোমাকে বলবো না রব্বে কারীমের অনুগ্রহের কথা?
একটি দিবস শুরু হয় ভোরে ক্ষণে ক্ষণে তা সরে যায় দূরে। গোধূলি বেলায় পশ্চিম কোলে দাঁড়ায় সে দিবস
মেঘলাকাশে রঙের অভাব সূর্যি গেলো কই ভরদুপুরে আলোর মিছিল থমকে আছে সই।