হৃদয়ের আহ্বান

আমি কি তোমাকে মদিনার গল্প শোনাবো না?

আমি কি তোমাকে বলবো না রব্বে কারীমের অনুগ্রহের কথা?

আমি কি বলবো না তোমায়, মাহে রমাদ্বানের গুরুত্ব কোথায়;

শুনবে কি তুমি রবের অজস্র নি'আমাত সমূহের কথা?

বলি হে তবে? সুনসান মক্কা নগরীর কিসসা;

আমার সেথায় যাবার অনেক দিনের ইচ্ছা!

গিলাফের আবরণ জুড়ে জমে থাকা যেটুকু আছে ধূলো,

আমার গাফেলতিময় ক্বলবের ময়লাটুকু ঝেড়ে আলো;

হয়ে যাক পরিশুদ্ধ-প্রস্তুত রবের জন্য!

মুছে যাক সমস্ত গুনাহের দাগগুলো।

এই গৃহবন্দী এককোণ ঠেঁসে পড়ে থাকা হৃদয়,

আকুলিবিকুলি করে ফিসফিসিয়ে কি যেন কয়;

একটুখানি রওজায় ঘুরে আসি চলো?

এক পলক দেখে আসি আমার নবীজিরে!

একবার ডেকে বলি, “ও প্রিয় মুহাম্মাদ! ও আমার প্রাণের নবী!

তোমাকে ছাড়া এই অন্তর সারশূন্য হয়ে পড়ে আছে,

এই উম্মতের মধ্যে আজ ঐক্য নেই, নেই ভালোবাসা!”

আমি কি তোমাকে ইসলামের স্বর্ণখচিত ইতিহাস শোনাবো না?

বলবো না মরুর বুকে রচিত নূর-ঝলকিত ত্যাগের কাহিনী?

তুমি কি চেনো কে আবু বকর? উমর কে? কে উসমান? কে আলী?

রাদ্বিয়াল্লাহু আনহুম

কুরআনের পাতায় পাতায় পেয়েছো কি হৃদয় আকুলতার সুঘ্রাণ?

জেনেছো কি উহুদ, বদরসহ সবক'টা যুদ্ধের ইতিহাস?

যদি নাই জেনে থাকো তবে, করলে কি এতদিন হাওয়ায় ভেসে ভেসে?

তুমি কি করেছো তোমার রবকে দীর্ঘ সিজদায় স্মরণ;

কল্পনায় মাসজিদুল হারামে দিয়েছো কি ডুব, করেছো কি মদিনার প্রান্তরে উন্মাদ বিচরণ!

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ