- রেদওয়ান বিন জায়েদ
- রবিবার ৫ই অক্টোবর ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ণ
জীবন স্রোত
- রেদওয়ান বিন জায়েদ
একটি দিবস শুরু হয় ভোরে,
ক্ষণে ক্ষণে সরে যায় দূরে।
গোধূলি বেলায় পশ্চিম কোলে,
দাঁড়ায় সে বিদায়-দোরে।
এভাবেই কাঁটে একটি জীবন,
জড়িয়ে রেখে হাজার বাঁধন।
জন্মটা যে জীবনের ভোর,
মৃত্যু হয় সে স্বপন।
ভোর যার রবে, রবে তার রাত,
ক্ষয়ে যাবে দিন সয়ে সয়ে ঘাত।
সময়ের খাঁজে রাখে যে শ্রম,
নিশী হবে তার আলোক প্রভাত।
লেখক সম্পর্কে
লেখক সম্পর্কে এখনো কিছু লেখা হয় নি।
0 মন্তব্য রয়েছে