Sky

Masudul Kadir

মেঘলাকাশে রঙের অভাব

সূর্যি গেলো কই

ভরদুপুরে আলোর মিছিল

থমকে আছে সই।

আকাশপাড়ায় ভাঙন কীসের

কান্নার এত সুর

সূর্য কেনো লুকিয়ে গেলো

ভয়ে সমদ্দুর!

গোমড়ামুখো নীরব আকাশ

ভয় বাড়িয়ে দেয় সে

চিলের মতো বান-তুফানে

মানুষ কেড়ে নেয় সে।

বৃষ্টি লাগে সূর্য লাগে

কচিফুলেল বাগে

ইচ্ছে আমার দিচ্ছে নাড়া-

মানুষ হবো আগে।

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ