- মাসউদুল কাদির
- বৃহস্পতিবার ২০শে নভেম্বর ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
মেঘলাকাশ
Masudul Kadir
মেঘলাকাশে রঙের অভাব
সূর্যি গেলো কই
ভরদুপুরে আলোর মিছিল
থমকে আছে সই।
আকাশপাড়ায় ভাঙন কীসের
কান্নার এত সুর
সূর্য কেনো লুকিয়ে গেলো
ভয়ে সমদ্দুর!
গোমড়ামুখো নীরব আকাশ
ভয় বাড়িয়ে দেয় সে
চিলের মতো বান-তুফানে
মানুষ কেড়ে নেয় সে।
বৃষ্টি লাগে সূর্য লাগে
কচিফুলেল বাগে
ইচ্ছে আমার দিচ্ছে নাড়া-
মানুষ হবো আগে।
লেখক সম্পর্কে
লেখক সম্পর্কে এখনো কিছু লেখা হয় নি।

0 মন্তব্য রয়েছে