স্বপ্নের মিনার
আমাদের স্বপ্নটুকু স্বর্ণখচিত,
যেন ছড়ানো মুক্তার মতো
পেছনে রেখে এসেছি কতো সুবাসিত মুগ্ধ সে অতীত!
আমাদের এই কাফেলা যেন জ্বলজ্বলে তারাদের মতোই আলোকিত;
তুমি আর আমি মিলে,
রটে যাক কিছু আলাপন
এই পৃথিবীর কিছু ইতিহাস নিয়ে
আড়ালে থাকা কিছু গুঞ্জন।
চলো ফিরে চলি নাশীদের সুরে,
সোনালী দিনের নির্মল বাঁকে
রেখে যাবো এই নব-ধরণীকে
তার মতোন করে যেভাবে সে থাকে।
আমরা কুড়াবো ধূসর স্বপ্ন,
সিক্ত ধানের জমে থাকা শিশিরে
মেঘে ঢাকা সেই আকাশ পানে
প্রশ্ন করবো করুণ সুরে।
ওহে মাদীনায় উড়ন্ত পায়রা পাখির দল,
নববী যুগের আলোকিত ইতিহাস জানো কি?
যেখানে কত শাহাদাতের খুন যে এখনো ঝরে!
তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামে শান্তি অনুভব করো কি?
আমার প্রিয় নবি ঘুমিয়ে আছেন এই শহরে,
এরই অচেনা অলিতে-গলিতে আমাকে হারিয়ে যেতে দাও!
আমাকে এই সুন্দর অতীতে থেকে যেতে দাও!
আমাকে এই মাদীনার ঘ্রাণ ব্যাকুলতায় পূর্ণ করেছে।
ওহে মহান আরশের অধিপতি, আমায় তৌফিক দাও,
আমি সবুজ মিনারের সন্নিকটে মিশে যাই;
ফুল যেমন তার সুবাস ছড়িয়ে মাতোয়ারা করে তোলে,
আমি মাদীনার ধুলো গায়ে মেখে বিমোহিত হওয়ার ইচ্ছা পোষণ করি।
সবরের যত প্রয়োজন পড়ে করবো,
তবু সুযোগ দাও হে মালিক!
বসন্তের ভোরে যেমন রঙচঙে দুনিয়া চোখের কোটরে দৃশ্যমান হয় কিন্তু
তা অতি শীঘ্রই মিলিয়ে যায় রৌদ্রের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে,
আমার হিয়ার গহীনে বড় সাধ জেগেছে রাসূলের নিকটে যাবার জন্যে,
আমার চঞ্চল-আকুল অন্তরে!

0 মন্তব্য রয়েছে