-
1.
আমার শাশুড়ী খুবই অসুস্থ, ব্রেনের সমস্যা। স্ট্রোকের রোগী। ওনি খুবই পরহেজগার মানুষ। ৫ ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদও মিস হয়না। কিন্তু ২ দিন ধরে ওনি সব ভুলে যাচ্ছে। কীভাবে নামাজ পড়তে হয় জানেন না ওনি। হাল্কা জানেন। ছোট্ট বাচ্চাদের মত করে কথা বলে নামাজে তেলাওয়াত করে। আমি পাশে বসে বলে দেই। মাঝে মাঝে সেজদা থেকে উঠতে গিয়ে, সুবহানা রাব্বিয়াল আজিম- পড়ে ফেলে। কখনো বা সূরা মেলাতে ভুলে যায়, কখনো সূরাই ভুলে যায় পড়তে। কখনো ২ সেজদার জায়গায় ১ সেজদা দেয়। আবার ফরজ নামাজের ৩/৪ নাম্বার রাকাতে সূরা মিলিয়ে ফেলে। এজন্য পাশে বসে বলে বলে দিতে হয়। আর মাঝে মাঝে নামাজের বাহিরেও তাকায়। আমাকে কখনো জিগ্যেস করে কি বলবো? কখনো বলে দিলেও পরেনা। সোজা হয়ে যায়। এজন্য কি নামাজের কোনো সমস্যা হবে? ওনি নামাজে এদিকে সেদিকে তাকান, এ সমস্যা আগে ছিলোনা। আর আমি যে বলে দেই,ওনিও ভুলে পরেননা আমি বলে দিলেও, এতে কি গুনাহ হবে? (ওনি কোনো ভাবেই জীবনের এক ওয়াক্ত নামাজ কাজা করতে ইচ্ছুক নয়) কি বলবো? কখনো বলে দিলেও পরেনা, সোজা হয়ে যায়। এজন্য কি নামাজের কোনো সমস্যা হবে? ওনি নামাজে এদিকে সেদিকে তাকান, এ সমস্যা আগে ছিলোনা। আর আমি যে বলে দেই,ওনিও ভুলে পরেননা আমি বলে দিলেও, এতে কি গুনাহ হবে? (ওনি কোনো ভাবেই জীবনের এক ওয়াক্ত নামাজ কাজা করতে ইচ্ছুক নয়)