উত্তর:

প্রথমে আল্লাহর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া করছি। নামায আল্লাহর বড় ইবাদত। এটি কখনই ছাড়তে হয় না, আপনার শাশুড়ি তার জ্বলন্ত প্রমাণ। যেহেতু তিনি অসুস্থ তাই তিনি ভুলে যাচ্ছেন। এটা স্বাভাবিক বটে। এখন আপনাদের করণীয় তাকে একাকী নামায পড়তে বলা। আর যেভাবে নামায পড়লে তার ভুল হবে না সেভাবে নামায পড়তে বলা। তাকে নামাযে বলে দেবেন না। তার পাশে থাকবেন না। যদি তিনি সুস্থ হয়ে ওঠেন তো এসব নামাযের কাযা করবেন। নতুবা আপনারা পরবর্তীতে ফিদইয়া দিয়ে দেবেন।

-মুফতী রবিউল ইসলাম

বিভাগ

জনপ্রিয় প্রশ্ন

সর্বশেষ প্রশ্ন