মানবতা আজ অসহায় | নাজমুল হুদা মজনু
মানবতা আজ অসহায় | নাজমুল হুদা মজনু
শিল্পীর আঁকা রঙ-তুলিতে
বাঁকা মেঠোপথ ধরে
ইরি বোরো ধানের ক্ষেতে
খোদার রহম ঝরে।
দখিনা বাতাস দোল খায়
সকালের সোনা রোদে
আম-জাম কত ফল
ফুল ফোটে আমোদে।
সবুজ ঘাসের নরম গালিচা
মায়াময় উঠোন কোণে
কিশোর কোমল হৃদয়
হাজারো স্বপ্ন বোনে।
কে আছো সুজন সবেগে হাঁটো
এগিয়ে এসো ত্বরা।
মানবতা আজ অসহায়
লোভীরা দুনিয়া ভরা।
