নাজমুল হুদা মজনু-এর অসঙ্গতি
বেশ তো উড়ছো আকাশে
ডানওয়ালা পাখির মতো
উন্মত্ত ঊর্মি সাগরবুকে
মাছের সাঁতার অবিরত।
সমাজ সংস্কৃতি সবকিছু
চালাও কুটিল হাতে
পদ্মার রুপালি ইলিশ মাছ
তাও তোমাদের পাতে।
যাদের রক্ত ঘামে সচল
দেশের কল-কারখানা
তাদের কথা কেউ ভাবে না
চার দিকে দলকানা।
