কাজী সিকান্দার এর দুটি ছড়া
রিযিক
বিলের ধারে নানান পাখি
মাছ ধরে যে খায়
বনের মাঝে বাঘা মামা
তাজা গোশত পায়।
শালিক দোয়েল উড়ে বনে
পোকা মাকড় ধরে
গরু ছাগল মাঠে ঘাটে
ঘাস খেয়ে পেট ভরে।
আকাশ পাড়ায় শকুন চিলের
দৃষ্টি কোথায়- মরা
চরে ঘুরে শেয়াল বেজি
নেই সে খাবার খরা।
জলের গভীর মাছের বাড়ি-
শেওলা গিলে খায়
সকল প্রাণী এই মানুষের
সেবা করে যায়।
এসব প্রাণীর সব প্রয়োজন
পূরণ করেন যিনি
মহামহিম দয়ার সাগর
সৃষ্টিকর্তা তিনি।
বাল্যকাল
বাল্যকালে পুকুর পাড়ে
কত্ত খুশির মেলা
সাঁতার কাটা লম্ফ দেয়া
আরো কত খেলা
খালের পাশে গাছের ডালে
ঝুলতে কী যে মজা
সব ছেলেরা দলে দলে
নদীর জলে ভেজা।
নীল আকাশে ঘুড়ির মেলা
মাঠে খেলি বল
ধুলোবালি কাদা মেখে
বাড়ি এবার চল।
বৃষ্টি ভেজা গাঁয়ের পথে
পিছলে পড়ে যাওয়া
কদম ডালে ঝুলে ঝুলে
পরম মজা পাওয়া।
বন্যা এলে ভেলায় চড়ে
গ্রামে গ্রামে ছুটি
শরৎসাদার শাপলা যুগে
কত্তমজা পুঁটি।
