ইসলামকে মিডিয়ারই বেশি দরকার : হাসানুল কাদির
হাসানুল কাদির- টোটালবাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছিলেন। এর আগে ইনকিলাব, মানবজমিন, যায়যায়দিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, আমাদের সময় ও কালের কণ্ঠসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন সাংবাদিক হাসানুল কাদির। তার রিপোর্ট এবং উপস্থাপনার ব্যতিক্রমী ধারা খুব অল্প সময়ে এই অঙ্গনে পরিচিত করে তুলেছে তাকে। জনাব হাসানুল কাদিরের পিতার নাম মরহুম শেখ মুহাম্মদ আফসার আলী এবং মাতার নাম রাজবানু বেগম। কিশোরগঞ্জের তাড়াইলস্থ বোরগ্রাম আশরাফুল উলুম মাদরাসা তার জীবনের প্রথম ধর্মীয় পাঠশালা। এছাড়া তিনি আরো পড়াশুনা করেছেন কিশোরগঞ্জ, চট্টগ্রামে এবং দাওরায়ে হাদিস, তাখাসসুস ফিল ইফতা, তাখাসসুল ফিল হাদিস, তাখাসসুস ফিত তাফসিরসহ বিভিন্ন বিষয়ে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে। সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক ও লেখক মিরাজ রহমান
প্রশ্ন : আপনি কোথায় কোথায় এবং কী কী পদে চাকরি করেছেন এবং করছেন?
হাসানুল কাদির : দৈনিক নতুনধারায় সাব-এডিটর হিসেবে আমার কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন মাদরাসায় কয়েক বছর অধ্যাপনা করেছি। মাসিক আদর্শ নারীতে ছিলাম বিভাগীয় সম্পাদক হিসেবে। মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান (রহ.)-এর সঙ্গেও কিছুদিন কাজ করেছি। একই সময় অবসর ও প্রতীক প্রকাশনা সংস্থায় সম্পাদনা সহকারি হিসেবে কাজ করি। সেখানে ভাষাবিজ্ঞানী ড. হায়াৎ মামুদ স্যারের কাছ থেকে বাংলাভাষা বিষয়ে যথেষ্ট জ্ঞান নিয়েছি। দৈনিক ইনকিলাবে সম্পদনা সহকারি ছিলাম। এরপর দৈনিক মানবজমিনে স্টাফ রিপোর্টার, দৈনিক যায়যায়দিনে সিনিয়র রিপোর্টার, দৈনিক ডেসটিনিতে সিনিয়র রিপোর্টার, দৈনিক একুশে সংবাদে উপ-সম্পাদক, দৈনিক আমাদের সময়ে যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক কালের কণ্ঠে সিনিয়র সহ-সম্পাদক কাম সিনিয়র রিপোর্টার পদে কাজ করার পাশাপাশি বাংলাদেশের মূলধারার আরও বিভিন্ন মিডিয়ায় নানা সময়ে নানামুখী কাজ করেছি। বর্তমানে বাংলাদেশের প্রথম বাংলা, ইংরেজি ও আরবি তিনটি ভাষার যৌথ অনলাইন নিউজ, ভিউজ এন্ড ভিডিও পোর্টাল www.totalbangla24.com-এর সম্পাদক এবং টোটালবাংলা মিডিয়া নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। এছাড়া বাংলাদেশ ইসলামিক স্টাডিজ সেন্টার, বাংলাদেশ রিলিজিয়াস স্টাডিজ সেন্টার, পরশ সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং দেশি-বিদেশি কয়েকটি সংগঠন-প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছি।
প্রশ্ন : করতে চেয়েছেন বা স্বপ্ন দেখেছেন কিন্তু করা হয়ে উঠেনি, আপনার জীবনে এমন কী আছে?
হাসানুল কাদির : জীবনটাই কেটে যাচ্ছে স্বপ্ন দেখতে দেখতে। অনেক স্বপ্ন দেখেছি। বাস্তবায়নেও চেষ্টা করেছি। কিছু পেরেছি। কিছু পারি নি। জীবনে যাই করতে চেয়েছি, আমার দৃষ্টিতে কিছুতেই ব্যর্থ হইনি। দুচারটি কাজ শুরু করে পরে হয়তো স্থগিত করে রেখেছি। নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আছি। বয়স চল্লিশের কাছাকাছি। আমার বিশ্বাস, চল্লিশের পরপরই দ্রুত আমার প্রতিটি স্বপ্ন একটি একটি করে বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।
প্রশ্ন: বর্তমানে আপনি কী বিশেষ কোনো বইয়ের কাজ করছেন?
হাসানুল কাদির : ‘তাফসিরে আবরারুল কোরআন’ নামে পবিত্র কোরআন শরীফের একটি তাফসিরের কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই ৫ পারার কিছু বেশি কাজ সম্পন্নও করেছি। এর বড় একটি অংশ দৈনিক কালের কণ্ঠে নিয়মিত ছাপাও হয়েছে। বিভিন্ন ব্যস্ততার কারণে এই তাফসিরের কাজটি এখনো শেষ করতে পারছি না। তবে কাজ করে যাচ্ছি।
প্রশ্ন : ইসলাম ও মিডিয়ার মধ্যকার সম্পর্ক বিষয়ে কিছু বলুন?
হাসানুল কাদির : ইসলামের যেমন মিডিয়া দরকার, তার চেয়েও ইসলামকে মিডিয়ার বেশি দরকার। মিডিয়ায় এখন ইসলাম নেই। যাও আছে, তা ইসলামের বিকৃত রূপ। ইসলাম নিয়ে যারা কাজ করেন, তাদের প্রত্যেকের জন্য জরুরি মিডিয়ায় ইসলাম বিষয়ে সৃজনশীলতার সঙ্গে কাজ করা।
সৌজন্যে : প্রিয়ডটকম
