তাইসিরু উসুলিল ফিকহ
বই আলোচনা ।। মাওলানা আবদুল মান্নান
তাইসিরু উসুলিল ফিকহ
তাইসিরু উসুলিল ফিকহ। আরবি ভাষায় লিখিত এ কিতাবটি মূলত বর্তমান উপমহাদেশের বিখ্যাত ফকিহ আল্লামা খালেদ সাইফুল্লাহ রাহমানি-এর উর্দু বই ‘আসান উসুলে ফিকহ’-এর আরবি ভার্সন।
আরবি করেছেন মুন্সিগঞ্জ দেওভোগ বড় মাদরাসার ইফতা বিভাগের মুশরিফ মুফতি সাঈদ আহমাদ খান নদভি। তার রচিত আরবি, বাংলা বহু রচনা ইতোমধ্যে পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। কিতাবটি প্রকাশ করেছে বাংলাবাজারের অভিজাত লাইব্রেরি মাকতাবাতুল খিদমাহ।
উসুলুল ফিকহ হলো ইসলামি জ্ঞানের এমন এক গুরুত্বপূর্ণ শাখা, যার মাধ্যমে শরিয়তের দলিলসমূহ থেকে আহকাম নির্ণয়ের নীতিমালা ও পদ্ধতি জানা যায়। ফিকহের ইমারত যেভাবে কুরআন ও সুন্নাহর ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তেমনি উসুলুল ফিকহ হলো সেই ইমারতের স্থপতি।
এই কিতাবটি - “তাইসিরু উসুলিল ফিকহ” - হানাফি মাযহাবের উসুলের আলোকে সহজ ভাষায় রচিত সংক্ষিপ্ত কিন্তু খুবই সুবিন্যস্ত একটি পাঠ্যগ্রন্থ। মূলত মাদরাসা শিক্ষার্থীদের জন্য এটি একটি বোধগম্য পাঠ্য হিসেবে প্রস্তুত করা হয়েছে। উসুলে ফিকহের প্রাথমিক শিক্ষার্থী থেকে শুরু করে উচ্চ বিভাগ পর্যন্ত সবপর্যায়ের শিক্ষার্থীগণই এ থেকে খুব সহজেই উপকৃত হতে পারবেন।
কিতাবটির বৈশিষ্ট্য হলো- জটিল আলোচনাগুলোকে সহজ- সরল ও শিক্ষার্থী-বান্ধব ভাষায় উপস্থাপন, বিভিন্ন আধুনিক উদাহরণ ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উসুলে ফিকহের মৌলিক ভিত্তিগুলো স্পষ্ট করে তোলা হয়েছে।
তাছাড়া উসুলে ফিকহের সংজ্ঞাগুলোকে তুলনামূলক বিশ্লেষণধর্মী আরবি পরিভাষায় রূপান্তর করা হয়েছে। এবং বিভিন্ন পারিভাষার মধ্যকার পার্থক্য খুবই সূক্ষ্মভাবে পেশ করা হয়েছে।
লেখক এখানে হানাফি ইমামদের উক্তি এবং উসুলবিদ ও হাদিস বিশারদগণ, উভয় ধারার মধ্যে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। পাশাপাশি কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তিহসান, উরফ ও শরয়ি দলিলসমূহের মূলনীতি এমনভাবে সাজানো হয়েছে যেন একজন শিক্ষার্থী ধীরে ধীরে উসুলে ফিকহ-এর ভাবধারায় অভ্যস্ত হয়ে ওঠে।
এ কিতাবের সাবলীল ভাষা, পরিষ্কার কাঠামো এবং পাঠ্যরীতি এমনভাবে নির্ধারিত যে, এটি মাদরাসার সিলেবাসভুক্ত করার মত পরিগণিত। কিতাবটি পড়ার মাধ্যমে একজন ছাত্র শুধু উসুলে ফিকহের পরিভাষাই নয়, বরং ইসলামি আইনব্যবস্থার চিন্তাধারা, যুক্তিনির্ভরতা ও মাকাসিদে শরিআ তথা ফিকহের অন্তর্নিহিত কারণ সম্পর্কেও গভীর উপলব্ধি অর্জন করবে।
মোটকথা,“তাইসিরু উসুলিল ফিকহ” কিতাবটি নিঃসন্দেহে হানাফি উসুল শিক্ষায় বাংলাদেশি আরবি লেখকদের একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা প্রাথমিক স্তর থেকে উচ্চতর গবেষণার পথে দৃঢ় ভিত স্থাপন করবে, ইনশাআল্লাহ। যেটি ইতোমধ্যে প্রকাশনার মুখ দেখার পরে বিজ্ঞমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রকাশনা : রবিউল আওয়াল ১৪৪৭ হি.-এর বইমেলা।
পৃষ্ঠা সংখ্যা: মোট ৯৬ পৃষ্ঠা।
মূল্য: ১১০ টাকা মাত্র।
