সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসলামি বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক আমিনুল ইসলাম হুসাইনীর বই আম্মু বলেছেন। জাতীয় মসজিদ বায়তুল মুকাররম প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামি বইমেলার ১৮৮-৮৯ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

আম্মু বলেছেন একটি শিশুতোষ গল্পগ্রন্থ। একজন মা তার সন্তানের উত্তম আখলাক গঠনে ইসলামের যেসব বিষয়াবলির প্রতি গুরুত্ব দেবেন, সেসব বিষয়কে উপজীব্য করে লেখা হয়েছে ১৮টি গল্প। যেমন শিশুর কথা বলা বয়সে ‘কালেমা’ শেখানো, ‘তাওহিদ’, ‘আদব’, ‘আমল’, ‘আমানতদারি’, ‘ভাতৃত্ব’সহ আরও বেশ কিছু বিষয়ের ওপর নির্মিত গল্পগুলো পবিত্র কোরআনের আয়াত ও হাদিসে সমৃদ্ধ হয়েছে।

বই প্রসঙ্গে লেখক বলেন, ‘শিশুদের মন যেন উর্বর এক জমি। বীজ বলতেই পাতা মেলে দাঁড়ায়। আপনি নিজেই একটু শিশু বেলায় ফিরে যান দেখি, শৈশবের কতইনা ঘটনা ফরিঙ হয়ে উড়ে বেড়ায় মনের আঙিনায়। অথচ মাত্র দুদিন আগের অনেক কথাই এখন মনে পড়ছে না। কেন জানেন? কারণ আমাদের মন এখন আর সেই কাদামাটি নেই।’

তিনি আরও বলেন, ‘শিশুদের এই উর্বর জমিতে আগাছা জন্মানোর আগেই ঈমান আমল ও আখলাকের বীজ রোপণ করুন। আম্মু বলেছেন বইটি তেমনই কিছু উপাদানে নির্মাণ করা হয়েছে। সহজ শব্দ-বাক্য ও সাবলীল বর্ণনায় শিশুরা বইটি পড়তে ও বুঝতে পারবে এবং জীবন রাঙাতে পারবে ইনশাআল্লাহ।’

বইটি প্রকাশ করেছে ইলহাম। প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ মুন্না।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর