মামা শশুরের সামনে পর্দা
প্রশ্ন: আমি সর্বদা নিকাব করি। এই প্রথম মামা শশুরের বাসায় বেড়াতে যাবো। আমি পর্দা করি এটা তারা ভালো চোখে দেখে। কিন্তু মামা শশুর একদম নিজের মতো করে চলাফেরা করে। তাই আমার হাসব্যান্ড বলেছিলো, "তুমি পর্দা করো, কিন্তু নিকাবটা এভয়েড করো। না হলে তোমার র শাশুড়ী ও মামা শশুর মাইন্ড করবে।" উনি প্রাকটিসিং মুসলিম না। এখন আমার কি এরকম করা ঠিক হবে? নিকবের ব্যাপারে শিথিলতা করলে আমার কি গুনাহ হবে?
উত্তর:
শ্বশুর দেখলে কি গোনাহ হবে না? আপনি আপনার চেহারা ঢেকে রাখবেন - এটা আপনার অধিকার। আর আপনার স্বামীর আত্মমর্যাদা এতই কম যে তিনি আপনার চেহারা অন্যকে দেখাতে চান! কখনই ঠিক হবে না এটা এই ফেতনার সময়ে।
-মাওলানা রবিউল হাসান