ফ্রিতে খাবার
প্রশ্ন: আমি দেশের বাইরে থাকি। প্রতিনিয়ত খাবার অর্ডার করে খাই। গতকাল একটি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি। খাবার অর্ডার করার সময়, ফটোতে বিরিয়ানির সাথেও ২/৩ অন্য আইটেম ও ছিল। খাওয়ার আসার পর দেখি বিরিয়ানিতে ডিম থাকার কথা ছিল, ডিম নেই। আমি খাওয়া খেয়ে নরমালি সিম্পলি জাস্ট রেটিং দেয়, একটা আইটেম মিস হয়ে ছিল সেজন্য। একটু পর দেখলাম তাঁরা আমাকে পুরো টাকায় রিফান্ড করে দিয়েছেন। অর্থ্যাৎ সম্পুর্ণ বিরিয়ানি ফ্রি। এখন আমার প্রশ্ন আমি ফ্রিতে খাওয়ার খেলাম, এটা কি আমার হক হয়েছে নাকি আমার কোন গুনাহ হবে?
উত্তর:
বিসমিল্লাহির রহমানির রহীম।
তারা স্বপ্রণোদিত হয়ে পুরো টাকা রিফান্ড করেছে। তাই এই খাবার ও টাকা পুরোটাই আপনার জন্য বৈধ।
الله أعلم بالصواب
-মুফতী আফফান বিন শরফুদ্দিন