নামাজ পড়ে বারবার মুনাজাত করার বিধান
প্রশ্ন: প্রতি ওয়াক্ত নামাজে যেমন এশারের ৪ রাকাত সুন্নাত পড়ার পর মুনাজাত করা আবার ফরজ পড়ে মুনাজাত করা আব্যশ্যিক নাকি সব প্রকার নামাজ শেষে একবারে মুনাজাত করা ভালো?
উত্তর:
মোনাজাত— বান্দার সাথে রবের আলাপন। বান্দা যেখানে চায় আর রব ঢেলে দেন। ادعوني أستجب لكم রব্বে কারীমের ঘোষণা— তোমরা আমায় ডাকো; আমি তোমাদের সাড়া দেব। হাদীসে আছে, من لم يسأل الله يغضب عليه যে আল্লাহর কাছে চায় না; তিনি (আল্লাহ) তার ওপর রাগান্বিত হন। তাই বান্দা চাইবে।
চাওয়া কী জিনিস?
নামাযই বান্দার শ্রেষ্ঠ মোনাজাত। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামায শুরু করে তখন থেকেই বান্দা চাইতে শুরু করে। অতঃপর সালাম ফেরালে নামায শেষ। অতঃপর আবারো হাত তুলে বা হাত না তুলে মাসনূন দুয়া করবে। নিজের যাবতীয় প্রয়োজন চাইবে। এটা তার ইচ্ছে। চাইলে প্রতি নামাযের পরেও চাইতে পারে। আবার সব নামায শেষেও চাইতে পারে। এক্ষেত্রে বিধি নিষেধ নেই।
-মুফতী রবিউল হাসান