নব মুসলিমের জন্য পূজায় যোগদান
প্রশ্ন: আসসালামু আলাইকুম। একজন মেয়ে কিছুদিন আগে মুসলিম হয়েছেন। সে এখনো এফিডেভিট করেনি ফলে ব্যাপারটা তার পরিবার জানে না। এখন যদি তার পরিবার এসব জানতে পারে তাহলে তার উপর অত্যাচার শুরু করবে। এখন তো পূজার সময় তাই তার পরিবারের সাথে পূজায় যেতে হবে। সে কি পূজাতে অংশগ্রহণ করতে পারবে? অত্যাচারের ব্যাপারটা কি ওজর হিসেবে গ্রহণযোগ্য?
উত্তর:
পূজার যে সকল আচার-আচরণ আছে, সেগুলো করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। বিশেষত মূর্তির সামনে সিজদা করা থেকে বিরত থাকবে এবং আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করতে থাকবেন।
-মুফতী নুরুজ্জামান নাহিদ