সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জামায়াত না এনসিপি। কার সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ নিয়ে ছিল নানা কথা। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গেই বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অবশ্য পরে জামায়াতের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

একইদিন সন্ধ্যা ছয়টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

জামায়তের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর