ভারতের সঙ্গে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি
নানামাত্রিক চ্যালেঞ্জ থাকলেও ভারতের সঙ্গে এক নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি। ঢাকাতে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান এই কথা বলেছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সাথে প্রণয় ভার্মার বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এছাড়াও, ঢাকাতে নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সে প্রেক্ষিতে ভারতের হাইকমিশনার, তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা মতবিনিময় করেন। যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে কীভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে, সেইসব নিয়ে আলোচনা হয়েছে কূটনীতিকদের সঙ্গে।
তিনি এই সময় উল্লেখ করেছেন, ভারতের সঙ্গে কী সম্পর্ক হবে তা ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তাতেই স্পষ্ট লেখা রয়েছে। যেখানে বলা হয় বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি হবে। চ্যালেঞ্জ রয়েছে, সেটা অ্যাড্রেস করে শান্তি ও নিরাপত্তা স্থাপনে প্রণয় ভার্মার সাথে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির আরো জানান, কূটনৈতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করা হবে। আরো অনেকের আগ্রহ রয়েছে সৌজন্য সাক্ষাতের।
স্বাধীনতার বার্তা / মেবি
