সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় দিন দিন বাড়ছে। গতকাল আপিল কার্যক্রমের তৃতীয় দিনে ইসির স্থাপিত বুথগুলোতে সর্বমোট ১৩১টি আবেদন জমা পড়ে।

যার ফলে গত তিনদিন মিলিয়ে মোট আপিল আবেদনের সংখ্যা এসে দাঁড়িয়েছে ২৯৫টি। এর মাঝে প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন ১২২টি এবং তৃতীয় দিন ১৩১টি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত ১০টি অঞ্চলের বুথে প্রার্থীরা তাদের আইনজীবীদের সাথে নিয়ে এই আবেদন জমা দিচ্ছেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে তারা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য ও যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপিল করছে।

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, গতকাল ঢাকা অঞ্চলে ৩১টি, কুমিল্লা অঞ্চলে ১৯টি, রাজশাহী অঞ্চলে ১৫টি, রংপুর অঞ্চলে ৯টি, ফরিদপুর অঞ্চলে সাতটি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, খুলনা অঞ্চলে ১১টি, বরিশাল অঞ্চলে ৯টি ও সিলেট অঞ্চলে চারটি আবেদন জমা পড়ে।

কমিশন সূত্র জানিয়েছে, আপিলকারীদের একটি বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র কিংবা রাজনৈতিক দলের প্রার্থী। কিন্তু এর মাঝে ব্যতিক্রমও আছে। কুমিল্লা অঞ্চল হতে একজন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে মত চারটি আবেদন জমা পড়ে বলে ইসি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর