৫ দিনের মাথায় অনশন ভাঙলেন তারেক
আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদেরে আশ্বাসে অনশন ভেঙেছেন।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি এ অনশন ভাঙান।
এ সময় তিনি তারেককে বলেন, ‘ তুুমি আগামীকাল আপিল আবেদন করবে। আর কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।’
এরপর টানা ১৩৪ ঘণ্টা অনশন করে ক্লান্ত তারেককে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠায় দলের নেতাকর্মীরা।
এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে থেকে রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত দল নিবন্ধনের দাবি নিয়ে এ অনশন করেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
অনশন চলাকালে ৫ দিন ধরেই বেশ কয়েকটি দলের নেতা ও সংগঠনের ব্যক্তিরা এসে তাকে সংহতি জানান।
