তারেক রহমানের সাথে দেখা করলেন মাহমুদুর রহমান
বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাতের বেলা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছেন তিনি ও শোকবইয়ে স্বাক্ষর করেছেন।
এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সাথে দেখা করেছেন মাহমুদুর রহমান। তাদের মাঝে এই সময় আলাপ-আলোচনা হয়েছে।
২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতাতে আসার পরে মাহমুদুর রহমানকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে ২০০৫ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
কিন্তু, সাম্প্রতিক সময়ে বিএনপির সাথে মাহমুদুর রহমানের সম্পর্কে তেমন ঘনিষ্ঠতা দেখা যায়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
