সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার স্বামী প্রয়াত সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের দিকে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে হতে নেতা-কর্মী ও সমর্থকরা কবর জিয়ারত করার জন্য ছুটে আসছেন।

নতুন বছরের শুরুতেই সূর্য উঠার সাথে সাথে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভীড় বাড়তে থাকে জিয়া উদ্যান বেগম খালেদা জিয়ার সমাধিস্থল প্রাঙ্গণে। দিনভর সেখানে চলমান ছিল কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাত। কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করা শেষে মানুষজন জানাচ্ছে তাদের আবেগ-অনুভূতির কথা। দোয়া করেছেন রুহের মাগফিরাত কামনা করে। সাধারণ মানুষের পাশাপাশি নানা পেশাজীবী সংগঠনের পক্ষ হতেও জানানো হচ্ছে শ্রদ্ধা। অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউবা শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। সমাধি কমপ্লেক্সের চারপাশ এখন ফুলে ফুলে পরিপূর্ণ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর