গণ-অভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা নিয়ে মজলিসের সেমিনার
১০ অক্টোবর ২০২৫ শুক্রবার সকাল ১০টা থেকে শ্রমিক মজলিসের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য ২৪-এর গণ-অভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকাঃ প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম এরশাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ফয়সল।
সেমিনারে প্রবন্ধের উপর আলোচনা পেশ করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও অগ্রণী ব্যাংক শ্রমিক নেতা মেহেদী হাসান খান ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)'র সমন্বয়ক ইঞ্জিনিয়ার এ এ এম ফয়েজ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব হারুন-অর রশিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)'র সিনিয়র সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক বাছির জামাল, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, শ্রমিক মজলিসে সাবেক কেন্দ্রীয় সভাপতি হাজী নূর হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা জেলা সিএনজি মিশুক অটোচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন দুলাল, প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি নেক মোহাম্মদ, এবি শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আজিজা সুলতানা, জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় পুনর্বাসন সম্পাদক মোঃ আবুল হাসেম, শ্রমজীবী পরিষদের সভাপতি নুর আহমদ সেলিম, জাতীয় শ্রমিক পার্টি (কাজী জাফর) সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের নেতা কামরুজ্জামান মনির, ঢাকাস্থ ভান্ডারিয়া সোসাইটি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দাবানল শিল্পীগোষ্ঠী পরিচালক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান শিপলু, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসেন যশোরী, পল্টন থানা সভাপতি মাওলানা আজহারুল ইসলাম প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার, অর্থ সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, শ্রমিককল্যাণ সম্পাদক আব্দুল কাইয়ুম, নির্বাহী পরিষদ সদস্য ফারুক হোসেন, ডাক্তার আবুবকর সিদ্দিকী, খায়রুল আলম পুলক প্রমুখ।
