সরকার ও ইসি এক সাথে গণভোটের প্রচারণা চালাবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকাতে ‘মক ভোটিং’ আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটিং পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার ও ইসি এক সাথে গণভোটের প্রচারণা চালাবে। ইসির পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা যায়। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল হবে বলে জানিয়েছে সিইসি।
আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা হতে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে আরম্ভ হওয়া ভোটের এই মহড়া চলবে বেলা ১২টা অবধি।
সিইসি জানায়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে কমিশন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কার কথাও জানালেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যার জন্য পুরো প্রক্রিয়া আরো দক্ষভাবে সম্পন্ন করতে, চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এ আয়োজন। এ মক ভোটিংয়ের ফলাফলের উপর ভিত্তি করে ভোটকক্ষ সংখ্যা বাড়ানো লাগবে কিনা, কোথাও সমন্বয়ের প্রয়োজন কি না, ভোটকক্ষ ও জনবল বাড়বে কিনা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
স্বাধীনতার বার্তা / মেবি
