সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি প্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ ইউরোপ থেকে সোমবার (১০ নভেম্বর) দেশে ফিরে এসেছেন। তিনি নিজ নির্বাচনি এলাকায় গেলে দিরাই-শাল্লার জনগণ তাকে মোটরবাইক শোভাযাত্রাসহ অভ্যর্থনা জানান।

জমিয়ত ইতোমধ্যে এই আসনে মাওলানা শুয়াইব আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির সঙ্গে জমিয়তের জোট হওয়ার আলোচনা রয়েছে। গুঞ্জন আছে, বিএনপি এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। জমিয়তকে আসনটি ছাড় দিতে পারে।

ড. মাওলানা শুয়াইব আহমদ জনগণকে আশস্ত করে বলেছেন, জোট হোক না হোক, তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে এই আসনে লড়বেন।

ড. মাওলানা শুয়াইব আহমদ দীর্ঘদিন যাবত লন্ডনে অবস্থান করছেন। তিনি ইউরোপ জমিয়তের সভাপতির দায়িত্ব পালন করছেন। নিজ এলাকায় দীর্ঘদিন যাবত জনকল্যাণমূলক বিভিন্ন কাজও করে তিনি বেশ সাড়া ফেলেছেন। এবারের নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে তিনি বড় ফ্যাক্টর হবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর