সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কঠোর নিরাপত্তার মাঝে দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে এসে পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ।

রাষ্ট্রীয় প্রোটকলে লাল-সবুজ রঙের জাতীয় পতাকাতে মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ আনা হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে পৌঁছায়।

এইদিকে, বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশ নেওয়ার জন্য সকাল হতেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের নানা প্রান্ত হতে আসছেন মানুষ, খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। তাদের চোখে মুখে একজন আপসহীন নেত্রীকে হারানোর বেদনা দেখা যাচ্ছে। দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে আজ (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার ও তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর