সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা শায়েখ জিয়া উদ্দীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বয়োবৃদ্ধ এ আলেমের জন্য দোয়া কামনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

জানা গেছে, হঠাৎ অক্সিজেন কমে যাওয়ায় অজ্ঞান হয়ে পড়েন শায়েখ জিয়া উদ্দীন। জরুরি ভিত্তিতে সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করছেন। তাঁর এ অসুস্থতায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সবার কাছে বিনীত অনুরোধ করে বলেন— আপনারা দোয়া করুন, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন শিগগিরই তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন, তাঁর জীবনের বারাকাহ বাড়িয়ে দেন এবং দ্বীনের খেদমতে আরও বেশি সময় অবদান রাখার তাওফিক দান করেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর