শহীদ জিয়ার কবরের পাশে বেগম জিয়ার দাফনের প্রস্তুতি চলছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার দাফনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিএনপি সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার পরে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে বলে জানানো হয়।
বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
স্বাধীনতার বার্তা / মেবি
