সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৪ জানুয়ারি) রাতের বেলা গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়েছে।

বিএনপির নেতাদের মাঝে বৈঠকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এই বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ দেশের সব ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় সকল গ্রুপ ও কোম্পানির শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে।

এরপরে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, বিএনপি ক্ষমতাতে গেলে কল-কারখানাতে নিরাপত্তা, মবসন্ত্রাস বন্ধ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা কামনা করেন তারা।

এইদিকে, বিএনপির ব্যবসায়ী নীতিমালা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর