সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এইবারের জাতীয় সংসদ নির্বাচন হবে দুর্নীতি রোধ, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন ও ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আমার মনে হয় যে চুরি, দুর্নীতি ও রাস্তার মাটি ও ইট খাওয়ার থেকে, ভোট ভিক্ষা করাটা অধিক সম্মানের। প্রত্যেক দিনই কেউ না কেউ টাকা দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল (১১ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি এই কথা বলেছেন।

প্রতিদিন মানুষের ভালোবাসাতে সিক্ত হচ্ছেন জানিয়ে হাসনাত বলেছেন, আমাদের প্রকৃত অবস্থা মানুষের নিকট প্রকাশ করছি। যতটুকু আমরা পারবো ঠিক ততটুকু আশ্বাস দিচ্ছি। সে জায়গা হতে আপনার যদি মনে হয় যে, এ ছেলেটা আমার ঘরের, এ ছেলেটাকে দিয়ে কিছু সম্ভব, এ ছেলেটা পারবে—এটা আমাদের ছেলে যদি মনে করেন— শুধুমাত্র তাইলে আপনারা আমাদের জন্য কাজ কইরেন।

তিনি আরো বলেছেন, নিজ দেশে পড়াশোনা করে আপনার ছেলেরা যথাযথভাবে চাকরি পাক সেটাই আমরা চাই। স্বাধীন নির্বাচন কমিশনের মাঝে দিয়ে নির্বাচন হোক এটাও আমরা চাই।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর