সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়: দুইজনের যাবজ্জীবন, নয়জনের ১০ বছর

২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সকালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত ভয়াবহ বোমা হামলা মামলার চূড়ান্ত রায় আজ (১৩ মে ২০২৫) ঘোষণা করেছে হাইকোর্ট।

হাইকোর্টের রায়

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চে দেওয়া রায়ে বলা হয়, পূর্বে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি—হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের (হুজি-বি) নেতা মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত আরও নয় আসামির সাজাও কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার পটভূমি

২০০১ সালের বর্ষবরণের সকালে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান চলাকালে দুটি বোমা বিস্ফোরণে ৯ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে মারা যান। এতে আহত হন অন্তত ৫০ জন।

হামলার পরদিন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ বাদী হয়ে রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। পরে ২০০৮ সালের ৩০ নভেম্বর সিআইডি তদন্ত শেষে হরকাতুল জিহাদ সংশ্লিষ্ট ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন হুজি-বি প্রধান মুফতি আব্দুল হান্নান, যার অন্য এক মামলায় ২০১৭ সালে মৃত্যুদণ্ড কার্যকর হয়।
দীর্ঘ ২৪ বছর পর আজকের রায়ের মাধ্যমে বহুল আলোচিত এ মামলার বিচারিক প্রক্রিয়ার আনুষ্ঠানিক অবসান ঘটল।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর