বাংলাদেশের সাথে বিবাদ চায় না ভারত বললেন রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি কখনও বাংলাদেশের সাথে কোনো রকম বিবাদ চায় না। সংবাদমাধ্যম নেটওয়ার্ক-১৮কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়।
সাক্ষাতকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলাপ করেছেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারত শান্তি চায় ও কোনো দেশের সংঘাতকে কোনো রকম উৎসাহিত করে না।
এক প্রশ্নের জবাবে রাজনাথ বলেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনুস যেন ভেবেচিন্তে কথা বলেন।’
গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। দেশ হতে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর হতেই দুই দেশের সম্পর্কের বেশ অবনতি ঘটেছে।
সাক্ষাতকারে পাক-আফগান সংঘাত নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা পছন্দ করে না নয়াদিল্লি।
স্বাধীনতার বার্তা / মেবি
