ভারতীয় নম্বর হতে প্রসিকিউশন টিমের সদস্যদের হুমকি
ভারতীয় নম্বর হতে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে হুমকি দেওয়া হয়েছে। গতকাল রবিবার রাত হতে চিফ প্রসিকিউটরসহ টিমের সকল সদস্যকে হুমকি দেওয়া হয়েছে।
টিমের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছে, রবিবার রাত হতে আমাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেছেন, গতকাল সন্ধ্যা হতে অজ্ঞাত ফোন নম্বর হতে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়। এমনকি আজকেও বেশ কিছু ফোন পেয়েছি অধিকাংশ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। যদি শেখ হাসিনার শাস্তি হয় আমাদের টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আমি অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে ফোন বন্ধ করে দিয়েছি। সকলের একই কথা নেত্রীর সাজা হলে আমাদের সবার জীবন শেষ করে দিবে।
একটি প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেছেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই। এঅগুলো আমলে নেওয়ার মতো কিছু নেই।
স্বাধীনতার বার্তা / মেবি
