সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নিজস্ব প্রতিবেদক

পিআর ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, আর দূর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। তিনি বলেন, দেশে পিআর ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, আর দূর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করা সম্ভব নয়।দেশে ফের স্বৈরাচারের জন্ম নিবে, জনগণের অধিকার হরণ হবে।তিনি তাঁর বক্তব্যে বিগত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার ও বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুছাব্বির রুনু।

বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। একই সঙ্গে দুর্নীতি-দুঃশাসনের অবসান এবং স্বাধীনতার স্বার্থ রক্ষায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে।

গণসমাবেশে জেলার বিভিন্ন উপজেলার হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। উক্ত গণ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমদ খাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজ জয়নুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ- সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, এলডিপি নেতা এমদাদুল হক, এনসিপি সংগঠক ইমন দোজা, জুলাই যোদ্ধা জহুর আলী, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ ০৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের এমপি পদপ্রার্থী মুফতী শহীদুল ইসলাম পলাশী।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর