পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পাশে চায় কমিশন
পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পাশে পেতে চায় কমিশন বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশীয় ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সাথে চলা সংলাপে এরূপ মন্তব্য করেছেন তিনি।
সিইসি বলেছেন, এ নির্বাচনে আমাদের একটি অফিশিয়াল মেকানিজমও থাকবে। এরপর পর্যবেক্ষকদের চোখ দিয়ে এ নির্বাচনটিকে দেখতে চাই। যারা যারা নতুন পর্যবেক্ষক আছেন তারা সকলে অবশ্যই যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ দেবেন তাদের লোকবলকে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না করলে আপনাদের সংস্থার সুনাম কিন্তু ক্ষুন্ন হবে।
তিনি আরও বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই আমরা। অতীতের ভুল-ভ্রান্তি ভুলে, সেখান হতে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা লাগবে একটি ভালো নির্বাচনের জন্য।
পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব নির্বাচন পর্যবেক্ষণ করা উল্লেখ করে বলেছেন, পর্যবেক্ষকদের রিপোর্টিং হবে খুবই স্মার্ট রিপোর্টিং। এইটি যেন সম্পূর্ণ বাস্তবতার নিরীখে করা হয়। আপনাদের লোকবলের দায়িত্ব হচ্ছে নির্বাচনটি পর্যবেক্ষণ করা।
এই সময়, আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানান ও বলেন, বাংলাদেশীরা খুবই রাজনীতি সচেতন। যারা পর্যবেক্ষণ করবেন তারা রাজনীতিতে জড়িয়ে পড়লে সকল কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যাদের নিয়োগ দেবেন তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছে কিনা তা অবশ্যই চেক করে নিবেন।
স্বাধীনতার বার্তা / মেবি
