আজ পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলমান আছে
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৪র্থ দিনের আপিল শুনানি চলমান রয়েছে আজ। আজ সোমবার (৮ ডিসেম্বর) শুনানি করছেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেনের আইনজীবী।
এর পূর্বে, গত ১৩ নভেম্বর বহু আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা বেশ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।
২ ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর পূর্বে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর বহু আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ নানা সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা বেশ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। একই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনে আদালত।
স্বাধীনতার বার্তা / মেবি
