সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের শুনানির পঞ্চম দিন আজ (১৪ জানুয়ারি)। সকাল ১০টার দিকে শুরু হয়েছে এ আপিল শুনানি। চলমান থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এইবার ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আজ শুনানির জন্য ২৮১ হতে ৩৮০ নম্বর আপিল আবেদন নির্ধারণ করা হয়েছে।

এইসব আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে গত শনিবার। প্রথম দিনে মোট ৫১ জন প্রার্থিতা ফিরে পান, রবিবার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে, সোমবার ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছে ও গতকাল ৫৩ জনের আপিল মঞ্জুর হয়েছে। সবমিলিয়ে ৪ দিনে সর্বমোট ২০৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর