পাবনা-১ ও ২ আসনের নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো ইসি
আপিল বিভাগের সীমানা সংক্রান্ত আদেশের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা অবধি আসন দু'টির ভোট অনুষ্ঠিত হবে না বলে জানায় নির্বাচন কমিশন (ইসি)।
‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর নির্বাচন স্থগিতকরণ সংক্রান্ত’ নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠি হতে এ তথ্য জানা যায়।
গত ৬ জানুয়ারি এই চিঠিটি সই করা হয়। চিঠিটি ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর সীমানা সংক্রান্ত সিএমপি নং-১১০৫/২০২৫ মামলাতে মাননীয় আপিল বিভাগের ৫ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এইসব আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধের কথা জানানো হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
