নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার বললেন মির্জা ফখরুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও উন্নত করতে পারেনি। শিগগিরই এই অবস্থার উন্নতির প্রত্যাশা করছে বিএনপি। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে তিনি এইসব কথা বলেছেন।
মির্জা ফখরুল বলেছেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি অনেক পূর্বেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এ ৩১ দফার মাঝেই প্রয়োজনীয় সকল সংস্কারের কথা বলা হয়, যেটি একটি আধুনিক রাষ্ট্র গড়ার জন্য যথেষ্ট।
তিনি আরও বলেছেন, এই দেশের সমস্ত ভালো অর্জন বিএনপির মাধ্যমেই হয়। বিএনপি সর্বদা জনকল্যাণে কাজ করে এসেছে। এর জন্য দল ক্ষমতাতে গেলে জনগণ আমাদের নিকট ভালো কাজ আশা করবে, এটাই স্বাভাবিক। জনগণের সে প্রত্যাশা ও আশা পূরণে বিএনপি সরকার নিরলসভাবে সর্বদা কাজ করে যাবে।
জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজের বিষয়ে তিনি বলেছেন, একজন ক্রিকেট অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা এই বিষয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তাতে একমত।
নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেছেন, এখন অবধি নির্বাচনী পরিবেশ ভালোই রয়েছে। আগামী ২২ তারিখের পরে এইটি আরও পরিষ্কার করে বুঝা যাবে। যদি বিএনপি সরকার গঠন করে তাহলে তিস্তাসহ নানা নদীর পানির ন্যায্য হিসসা ভারতের নিকট হতে আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল।
স্বাধীনতার বার্তা / মেবি
