নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য বিজিবিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত সমস্যা সমাধানে আমাদের কৌশলী হতে হবে। সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে কোনোভাবে পালাতে না পারে, সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল বেলা রাজধানীর পিলখানাতে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন। সামনেই জাতীয় সংসদ নির্বাচন।
তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। ৪৫ দিনের মতো সময় আছে। এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করার জন্য প্রশিক্ষণসহ যত রকমের প্রস্তুতি নিতে হয় সেটি গ্রহণ করতে হবে বিজিবিকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় আমাদের প্রস্তুত থাকতে হবে। যেই সব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্বাধীনতার বার্তা / মেবি
