এবার পুরো নির্বাচনি এলাকার ফল বাতিলের ক্ষমতা পেল ইসি
নির্বাচন কমিশন (ইসি) পূর্বে সর্বোচ্চ কোনো কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারতো কিন্ত এইবার অনিয়ম হলে ইসি পুরো নির্বাচনি এলাকার ফলাফল বাতিল করার ক্ষমতা পেয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এরূপ বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ-২০২৫ জারি করে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে।
অনুচ্ছেদ ৯১ এ বলা হয়, অনিয়মের কারণে কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি দরকার হলে পুরো নির্বাচনি এলাকার ফল বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসিকে। আচরণবিধি অমান্যে সর্বোচ্চ ছয় মাসের দণ্ডের পাশাপাশি সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। দলের ক্ষেত্রেও জরিমানার বিধান আছে। আচরণবিধি লঙ্ঘনে নির্বাহী ও বিচারিক হাকিমের পাশাপাশি ইসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারও ব্যবস্থা নেয়ার জন্যও বিধান দেয়া আছে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে ইসিকে ভোটের পরেও ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মিলিয়ে নির্বাচন কমিশন যেইসব বিষয়ে সংস্কার প্রস্তাবনা পাঠিয়েছে তা সবই উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। দলগুলোর দাবির মাঝেও এরপরে আর কোনো রকম পরিবর্তন আসেনি।
উপদেষ্টা পরিষদের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের পরে রাষ্ট্রপতির স্বাক্ষর হলে সেটি সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
