গণতন্ত্রের বিকাশ জাতীয় নির্বাচনের উপর নির্ভর করছে
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশ ভীষণ সংকটময় মুহূর্তের মাঝে দাঁড়িয়ে রয়েছে। গণতন্ত্রের বিকাশ এখন নির্ভর করছে জাতীয় নির্বাচনের উপর। সোমবার (৩ নভেম্বর) সকালবেলা জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেছেন।
তিনি বলেছেন, পোস্টাল ব্যালটের অ্যাপ ১৬ নভেম্বর উন্মুক্ত করা হবে। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তারা সকলে পোস্টাল ব্যালটে নিজেদের ভোট দিবেন।
স্বাধীনতার বার্তা / মেবি
