নির্বাচনে বিলম্ব চায় না বিএনপি বললেন নজরুল ইসলাম খান
বারংবার যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি। তফসিল যদি বিলম্ব করতে বলে তাহলে ভোট বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। অনিবার্য কারণ ব্যতীত নির্বাচনে বিলম্ব চায় না বিএনপি —এরূপ মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিইসির সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি।
তিনি বলেছেন, এইবারের ভোটে মোট দুইটি ব্যালট থাকছে। যেটি বেশ সময়সাপেক্ষ। বিএনপি চায় সকল ভোটার যেন ভোট দিতে সক্ষম হয়। তবে একটি কেন্দ্রে ভোটারের সংখ্যা বহু বেড়ে গেছে। এই বিষয়ে আমাদেরকে উদ্বেগের কথা জানানো হয়েছে। রবিবারের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান সিইসি।
তিনি আরো বলেছেন, ব্যালট পেপার সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়ে থাকে, যেন কোনো বেসরকারি প্রেসে ছাপানো না হয়। এই সময় পাসপোর্টকেও জাতীয় পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
