ধর্ম নিয়ে রাজনীতি নয় ফ্যাসিস্টের উত্থান হবে না বললেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনো করে না এবং করবেও না, ধর্ম নিয়ে ব্যবসা করে না। তিনি বলেন, একটি দল নিজ ধর্মকে খাটো করে অন্য একটি দেশকে খুশি করার চেষ্টা করছে।
গত শুক্রবার (২৪ অক্টোবর) পশ্চিম মালিবাগে এক উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ সভাপতিত্ব করেন। রমনা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য শামীম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস আরও বলেন, আগামী নির্বাচনে যাদের জয়ী হওয়ার সম্ভাবনা নেই, তারাই ষড়যন্ত্র করছে। বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে। বাংলাদেশে আর কোনও ফ্যাসিস্টের উত্থান হবে না।
