সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

লাখো মুসল্লিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজা। এই সময় পরিবার ও দলের পক্ষ হতে বক্তব্য রেখেছেন তারেক রহমান। মায়ের জন্য দোয়া চেয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার পূর্ব মুহূর্তে তারেক রহমান বলেছেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সব ভাই ও বোনেরা, মরহুমা যদি কারো নিকট হতে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তা পরিশোধ করব ইনশাআল্লাহ।

তারেক রহমান আরো বলেছেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন ওনার কোনো ব্যবহারে কিংবা কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকলে তার পক্ষ হতে আমি ক্ষমাপ্রার্থী। তার জন্য আপনারা সকলে দোয়া করবেন।

এরপরে  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। নামাজ শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দেয়। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর