সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের পর্বে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সকল রাজনৈতিক দলকে এখন একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি আলোচনা সভাতে অংশ নিয়ে তিনি এইসব কথা বলেছেন।

শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা যখন ১৮ কোটি মানুষকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন, তখন সেটি পুরো জাতিকেই অপমানিত করে। তার মানে কি আমরা সবাই টেররিস্ট? সকলকেই হত্যা করেই কি তিনি ক্ষমতাতে ফিরতে চান?

তিনি বলেছেন, নির্বাচন নিয়ে কোনো

রকমের সংশয় নেই। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সকল সদস্যরা ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন।

সংস্কার প্রসঙ্গে প্রেস সচিব বলেছেন, মানুষ সুশাসন চায়, তবে সেটি একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নানা দেশে সংস্কার প্রক্রিয়া দীর্ঘ সময় যাবত চলে। নির্বাচনের পরেও সংলাপ হতে পারে। নেপালে এরূপ সংস্কার কার্যকর হতে প্রায় নয় বছর সময় লেগেছিল।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর