খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বেগম খালেদা জিয়ার সাথে তার দু'টি ছবিসহ শোকবার্তা শেয়ার করেছেন মোদি।
ওই পোস্টে মোদি লিখেন, 'সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি।'
'সর্বশক্তিমান ঈশ্বর তার পরিবারকে এ মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করুন,' যোগ করেছেন মোদি।
'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যেটি চিরকাল স্মরণীয় থাকবে,'।
২০১৫ সালে ঢাকাতে সফরে এসে খালেদা জিয়ার সাথে তোলা ছবি শেয়ার করে মোদি লিখেন, 'সে সাক্ষাৎ আমার জন্য আজও বেশ স্মরণীয়। মহান সৃষ্টিকর্তা তার আত্মাকে শান্তি প্রদান করুন'।
স্বাধীনতার বার্তা / মেবি
