সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

২০২৪ সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে রবিবার (১১ জানুয়ারি) নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এতে করে জয় ও পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়। তাতে বলা হয়েছে, আন্দোলন চলাকালীন সময়ে দু'জন মুঠোফোনে আলোচনার দ্বারা ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকিয়েছে। একই সাথে ইন্টারনেটের লাইনও পোড়ানো হয়, এরূপ তথ্য ছড়িয়ে সেই দায় চাপিয়েছে শিক্ষার্থীদের উপর।

এই মামলাতে গ্রেফতার রয়েছে জুনাইদ আহমেদ পলক। অভিযোগ আমলে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষ হতে লড়বেন স্টেট ডিফেন্স।

এইদিকে, ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়াতে ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর