সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বক্তব্য দেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, ৮ অক্টোবরজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞদের কাছ থেকে পাঁচ দফা পরামর্শ পেয়েছে কমিশন। এসব পরামর্শের ভিত্তিতে কমিশন ১৫ অক্টোবরের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ দেবে।’

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার রাতে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা শেষে এসব কথা বলেন আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে পাঁচটি প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি বিশেষ আদেশ জারি করা, ওই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা, গণভোটে দুটি আলাদা প্রশ্ন রাখা, নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ ও ১৩তম জাতীয় সংসদ গঠন করা এবং গণভোটে সনদ অনুমোদনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে বর্ণিত সংস্কার সংবিধানে অন্তর্ভুক্ত করা রয়েছে।

স্বাধীনতার বার্তা-ইম

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর